দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষে ফরিদপুর মহানগর কৃষকদলের প্রস্তুতি সভা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ সফল করার লক্ষে ফরিদপুর মহানগর কৃষকদলের প্রস্তুতি সভা শুক্রবার বিকেল ৪ টার একটু পরে ফরিদপুর কাঠপট্টি বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে ওই প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম জহিরের সঞ্চালনায় অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কর্নেল (অব.) এস এম ফয়সাল ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মনিরুজ্জামান দিপু। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ সাইফুল কবির, কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সোলায়মান হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. রাজিবুল হাসান প্রমুখ। সভায় বক্তারা ওয়ার্ড ভিত্তিক কৃষক দলের কমিটিতে ত্যাগী ও যোগ্য লোককে স্থান দেবার আশাবাদ ব্যক্ত করে বলেন, 'কৃষক দল সব সময় সাধারণ কৃষকদের পাশে থেকে কৃষকদের সার্বিক সহযোগিতা করবে। সুতরাং কৃষক দলের কমিটিতে যোগ্য ও ত্যাগী কর্মীদের প্রাধান্য দেওয়া হবে'। এছাড়া সঠিক সময়ে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণে কৃষক দল অবদান রাখবে বলেও ওই প্রস্তুতি সভায় জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী ওয়ার্ড ভিত্তিক প্রতিটি প্রান্তিক কৃষকের দরজায় গিয়ে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা ও সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় নেতাকর্মীদের পরামর্শ দেন বাংলাদেশ কৃষকদলের নেতৃবৃন্দ। এছাড়া, সভায় উপস্থিত ফরিদপুর কৃষক দলের সমর্থক ও কর্মীরা তাদের সমস্যাগুলো কৃষক দলের ফরিদপুর মহান নগর ও কেন্দ্রীয় নেতাদের কাছে কাছে তুলে ধরেন। এসময় মাঠ পর্যায়ে কৃষকদের দাবি ও চাওয়া পাওয়াগুলো জেনে বুঝে প্রয়োজনীয় সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দিতে এবং কৃষক দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করে গড়ে তুলতে ফরিদপুরের কৃষক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক ফরিদ শেখ সহ ফরিদপুর মহানগর ও দলটির স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
(আরআর/এএস/নভেম্বর ৩০, ২০২৪)