ফুলপুরে ধানক্ষেতে অজ্ঞাত মানুষের কঙ্কাল

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার ইমাদপুর নামক গ্রামে মোড়ল বাড়ীর পাশে ধানক্ষেত থেকে একটি অজ্ঞাত লাশের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার দুপুরে উপজেলার পয়ারী ইউনিয়নের বাসিন্দা মরহুম শরাফ উদ্দিন মেম্বারের ছেলে মোশারফ হোসেনের (৪৭) ধানক্ষেতে অজ্ঞাত লাশের কঙ্কাল দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মাকসুদুর রহমান ও ফুলপুর থানা পুলিশ। এছাড়াও সিআইডি ও পিবিআই, ময়মনসিংহ ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
(এসআই/এসপি/ডিসেম্বর ০১, ২০২৪)