ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে সালথায় সভা

সালথা প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ফরিদপুরের সালথায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, নবকাম পল্লী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা. প্রীতম দাস, সালথা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলীমুজ্জামান, ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা সৈয়দ আব্দুল বাপ্পী প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভার শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরণ সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
(এএন/এসপি/ডিসেম্বর ০২, ২০২৪)