চাটমোহর প্রতিনিধি : মায়ের মৃত্যু শোক সইতে না পেলে ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃদ্ধা মায়ের মৃত্যুর ৬ ঘণ্টা পরে মারা গেলেন ছেলে। ঘটনাটি ঘটেছে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বড় গুয়াখড়া গ্রামে রোববার রাতে।

আজ সোমবার বড় গুয়াখড়া সম্মিলিত ঈদগাহ মাঠে মা ও ছেলের একত্রে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বড় গুয়াখড়া গ্রামের মৃত ফরমান মোল্লার স্ত্রী আছিয়া বেওয়া (৮৮) রোববার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মায়ের মৃত্যুতে কাতর হয়ে পড়েন ছেলে শফিকুল ইসলাম (৬৫)। রাত একটার দিকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কিছুক্ষণ পড়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন। মা ও ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার একত্রে দু’জনের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

(এসএইচ/এসপি/ডিসেম্বর ০২, ২০২৪)