স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : সদর উপজেলার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে আজ শনিবার বেলা তিনটায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 'ষড়ঋতু জগদল' নামক এক শিশু সংগঠন এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় লক্ষ জনতার ঢল নামে।

ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রাজজ আদালতে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ষড়ঋতু জগদল এর সভাপতি, বিশিষ্ট নাট্যকার ও কলামিস্ট রহিম আব্দুর রহিম। দুটি গ্রুপ যথাক্রমে লাল এবং সবুজ দলে মোট ২০টি ঘোড়ার মধ্যে এই প্রতিযোগিতা হয়।

এতে লাল দলে প্রথম স্থান অধিকার করে পঞ্চগড় জেলার বোদা উপজেলার রেজার পাওয়ার হর্স, দ্বিতীয় স্থান অধিকার করে সৈয়দপুরের রাজা বাবু। সবুজ দলে প্রথম হয়েছে জেলার নওগাঁর ঘোড় সওয়ার হালিমার ঘোড়া। দ্বিতীয় স্থান অধিকার করেছে বোদা উপজেলার শহীদুল্লাহর ঘোড়া।

(আরএআর/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)