সীমান্তবর্তী এলাকা সিন্দুরখাঁন বাজারে বিট পুলিশং সভা

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে মাদক, চোরাচালান, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধের লক্ষ্যে সিন্দুরখাঁন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
আজ শনিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য মুরাদ আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সার্কেল অফিসার সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, বিট পুলিশ অফিসার সজিব চৌধুরী ও সারাফাদ আলী মন্ডল। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।
সভায় এলাকার চুরি, ডাকাতি, মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ এবং জুয়া প্রতিরোধসহ এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন সহকারি পুলিশ সুপার আনিসুর রহমান।
(এএ/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)