দীর্ঘ ১৭ বছর পর কমলগঞ্জে বিএনপির কর্মীসভা, নেতাকর্মীদের ঢল

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : আওয়ামীলগ শাসনামলে উপজেলার রাজপথে বিএনপির নেতাকর্মীরা দাঁড়াতেই পারেনি। অবশেষে দীর্ঘ ১৭ বছর পর পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কর্মীসভা জেলার শীর্ষ নেতাদের উপস্থিতিতে সফলভাবে শেষ হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার ভানুগাছ বাজারের খাদ্য গুদাম সড়কে শুরু হয় বহু প্রতিক্ষিত ওই কর্মীসভা। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢল নামে রীতিমতো। বহুকাল পরে এই কর্মীসভা হওয়ায় নেতাকর্মীরাও উজ্জীবিত।
নবগঠিত জেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরী এবং সদস্য মাহবুব ইজদানী ইমরান এর যৌথ সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ্ সিদ্দিকী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মৌলভীবাজার জেলা বিএনপির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি এম. নাসের রহমান, সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান মিজান, সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিব রহমান, সদস্য মৌলভী আব্দুল ওয়ালি সিদ্দিক, সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মোশাররফ হোসেন বাদশা, এম এ মুকিত, এডভোকেট আবেদ রাজা, আশিক মোশাররফ, মো: মহসিন মিয়া মধু, হেলু মিয়া, বকসী মিসবাউর রহমান, মতিন বকস্, ফকরুল ইসলাম, মুহিতুর রহমান হেলাল, আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, আবুল কালাম বেলাল, দুরুদ আহম্মদ, আনিসুজ্জামান বায়েছ, কমলগঞ্জ উপজেলা বিএনপি থেকে বক্তব্য রাখেন গোলাম কিবরিয়া শফি, মো: আবুল হোসেন, অলি আহমদ খান ও ইকবাল পারভেজ চৌধুরী।
এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, সদর উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদল সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, কলেজ ছাত্রদল আহ্বায়ক জনি আহমদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনায়েম কবির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
(একে/এসপি/ডিসেম্বর ০৭, ২০২৪)