নড়াইলে আবারও হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিলো স্বজনরা

নড়াইল প্রতিনিধি : নড়াইলে আবার ও পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আসামি ছিনতাই দুই সপ্তাহ মধ্যে নড়াইলের কালিয়া উপজেলার হাতকড়া পরা অবস্থা ছাব্বির শেখ (২৫) নামের হত্যা মামলার এক আসামি পুলিশ কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। ছাব্বির কলেজ শিক্ষার্থী নাসিম শেখ হত্যাকাণ্ডের এজাহার নামীয় আসামি।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়া উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আসামি সাব্বির শেখ কালিয়া উপজেলার আলিম শেখের ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুরন এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি সাব্বির শেখকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যান।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। চলতি বছরের গত ৮ সেপ্টেম্বর রাতে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে কলেজ শিক্ষার্থী মো. নাসিম শেখ আরবি পড়ে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর রাস্তায় তানজারের বাড়ির সামনে আসলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর জখম করেন। চিৎকারের শব্দ শুনে স্থানীয় লোকজন আসলে তার আহত নাসিম শেখকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করে একটি মহল। এরপর (২৬ সেপ্টেম্বর) নাসিম শেখ হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা, জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসে ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজ করেন। কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রজু করেন।
(আরএম/এসপি/ডিসেম্বর ০৮, ২০২৪)