নওগাঁ প্রতিনিধি : সোমবার সকাল ৯টায় নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ পরিদর্শন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনি। নওগাঁ সার্কিট হাউজ থেকে কুসুম্বা মসজিদে পৌঁছে সাবেক মন্ত্রী ডা. দিপু মনি মসজিদ এলাকা ঘুরে ঘুরে দেখেন। সেখানে তিনি দুই রাকাত নফল নামাজও আদায় করেন। পরে মসজিদ সংলগ্ন দীঘিও পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত লোকজনদের সঙ্গে ঐতিহাসিক এ মসজিদের স্থাপত্য ও নির্মাণ কাল নিয়ে তিনি খোলা-মেলা আলোচনা করেন।

স্থানীয়রা এসময় ঐতিহাসিক এ মসজিদটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানান সাবেক এই মন্ত্রীর কাছে। সেই সঙ্গে মসজিদটির সংস্কার, উন্নয়নসহ এটি পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য রেস্টহাউজ নির্মাণসহ নিরাপত্তা ব্যবস্থারও দাবি জানানো হয়।

এসময় তাঁর সফরসঙ্গী হিসেবে সংরক্ষিত আসনের সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, আ’লীগনেতা আব্দুল খালেক, নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রিজভী, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির স্কুল বিষয়ক সম্পাদক আবু তাহেরসহ চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/ডিসেম্বর ০১, ২০১৪)