বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালত সোমবার বিকেলে সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৯জনকে আটক করে। এদের মধ্যে আট জন কে দুপচাঁচিয়া থানায় পাঠিয়ে দেয়া হয়।

বাঁকি ১১জনকে জুয়ার আসরে আটক করে রাখা হয়। এদের অধিকাংশই ট্রাক চালক শ্রমিক ছিল। এ ঘটনার প্রতিবাদে এবং শ্রমিক নেতাদের ছেড়ে নেয়ার দাবিতে সন্ধ্যা সোয়া ৫টায় ট্রাক চালক সমিতির নেতারা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে রাখে।

পরে ভ্রাম্যমান আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান আটককৃতদের মধ্য থেকে চার জন শ্রমিকের কাছ থেকে দুই হাজার চারশত টাকা জরিমানা আদায় করে বাঁকিদের ছেড়ে দেন। এক ঘণ্টাপর অবরোধ তুলে নেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান বলেন, ওই এলাকায় দীর্ঘদিন যাবত একটি শ্রমিক সংগঠনের নেতৃত্বে নিয়মিত জুয়ার আসর চলতো। উপজেলার আইন শৃঙ্খলা সভায় পৌর কাঁচা বাজারের পার্শ্বে জুয়া খেলা বন্ধের জন্য কয়েকবার আলোচনাও হয়েছে। ঘটনার সময় পুলিশকে সঙ্গে করে অভিযান চালিয়ে ১৯জন জুয়ারুদের আটক করা হয়েছিল।

শ্রমিকরা বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করায় যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে জুয়ারুদের ছেড়ে দেয়া হয়েছে। দুপচাঁচিয়া পৌর সম্মিলিত সমিতির সভাপতি আশরাফ আলী বলেন, আমাদের শ্রমিকরা অবসর সময়ে ওই স্থানে তাস খেলে। তবে টাকা দিয়ে কোন রকম জুয়া চলতো না। পুলিশ না জেনেই অভিযান চালিয়ে আমাদের শ্রমিকদের আটক করে।

শ্রমিকদের এ ধরনের হয়রানির প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি। শ্রমিকদের ছেড়ে দেওয়ায় তাৎক্ষনিক অবরোধ তুলে নিয়েছি।





(এএসবি/এসসি/ডিসেম্বর০১,২০১৪)