বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার শ্রীপুরের টিকারবিলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গত বুধবার বিকালে মুক্তাদির রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তাদির রহমান স্মৃতি সংসদের আয়োজিত এ খেলায় উপজেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে। 

ফাইনাল খেলায় তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ক্রিকেট একাদশ টিকারবিলা এলিট ক্লাবকে ৩৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতি ক্রিকেট একাদশের খেলোয়াড় এনামুল হোসেন।

বিজিবি সৈনিক মো.সাবু হোসেনের উদ্যোগে ও আমলসার ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তাদির রহমানের সহধর্মিণী সামসুন্নাহার রুবি, শ্রীপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক মো. আফজাল মণ্ডল প্রমূখ।

(বিএস/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)