রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্র²রাজপুর ইউনিয়নের বড়দল গ্রামের এক সংখ্যালঘু পরিবারের ৫৮ শতক জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে শহরের পুরাতন সাতক্ষীরার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো: শাহাদাত হোসেনের বিরুদ্ধে। কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জবরদখলকারি ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার দুপুরে স্থানীয়দের উদ্যোগে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে একি মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জমির মালিক দেবদাস পাল, কৃষক দ্বিন আলী, পিযুস সরদার, রবিন গাইন প্রমুখ।

বক্তারা বলেন,১৯৯৪ সালে বড়দল গ্রামের মৃত নঈমুদ্দিন কারিকরের ছেলে পুলিশ কর্মকর্তা শাহাদাৎ হোসেনর বড় ভাই আব্দুর রাজ্জাকের কাছ থেকে ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি কেনেন একই এলাকার প্রদীপ কাঞ্চন সাহা। ২০১৪ সালে ওই জমি প্রদীপ কাঞ্চন সাহা একই এলাকার দেবদাস পাল। ওই জমি নামপত্তন করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে ছিলেন দেবদাস পাল। ২০২৩ সালের শেষের দিকে ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক মো: শাহাদাত হোসেন ক্ষমতার বলে ওই জমি দখল করে নেন। দখলে বাধা দেওয়ায় ওই জমির দেখভালকারি দ্বীন আলীকে মারপিট করে বিতাড়িত করা হয়। থানায় গেলে পুলিশ কোন অভিযোগ গ্রহণ করেনি। বাধ্য হয়ে দেবদাস পাল র‌্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন। অবিলম্বে জমি জবরদখলকারি শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার ও জবরদখলমুক্ত করার জন্য প্রধান উপদেষ্টাসহ উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ ব্যাপারে শহরের পুরাতন সাতক্ষীরায়ূ বসবাসরত অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, বড়দল গ্রামে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি। জমি অন্যের নামে রেকর্ড হওয়ায় তিনি তা সংশোধনের জন্য আদালতে মামলা করেছেন।

(আরকে/এএস/ডিসেম্বর ১৩, ২০২৪)