মহম্মদপুর প্রতিনিধি : মাগুরা জেলা বিএনপি'র ১১সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটির অনুমোদন হয়েছে। এই কমিটিতে আহবায়ক আলী আহমেদ ও সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ সদস্যের এই আংশিক আহবায়ক কমিটি প্রকাশ করা হয়েছে।

ঘোষিত কমিটিতে মাগুরা জেলা বিএনপি'র আহবায়ক হয়েছেন আলী আহমেদ ও সদস্য সচিব হয়েছেন মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক যথাক্রমে আখতার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খাঁন হাসান ইমাম সুজা, এ্যাডভোকেট রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান টগর ও পিঁকুল খান।

(বিএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)