সুবর্ণচরে ছমিরহাট ভূমিহীন সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : "দুনিয়ার মজদুর এক হও" শ্লোগানে সুবর্ণচর উপজেলা পূর্বচরবাটা ইউনিয়নের চর নাঙ্গুলিয়া নুর ইসলাম মার্কেটে ভূমিহীন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বিকেলে নিজেরা করি এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে ছমিরহাট ভূমিহীন সমিতি।
ভূমিহীন নেতা জাহাঙ্গীর আলমের পরিচালনায় ও নিজেরা করি আঞ্চলিক সভাপতি ভূমিহীন নেতা মাষ্টার গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজ সেবক চরবাটা আরজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, ভূমিহীন নেতা ও সমাজ সেবক সোহেল চৌধুরী, আলমগীর হোসেন, অলি উদ্দিন, সামছু উদ্দিন, আবুল বাসার, জসিম উদ্দিন ডিলার, ভূমিহীন নেত্রী মারজাহান বেগম, নিজেরা করি সুবর্ণচর চরজব্বর অঞ্চল প্রধান সম্নয়ক পরিতোষ দেবনাথ।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক বাবুল, সামছু উদ্দিন পাবেল, সফি উল্যাহ, সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, ভূয়া ভূমিহীন সার্টিফিকেট নিয়ে মিথ্যা মামলা দিয়ে জোরপূর্বক ভূমিহীন অসহায় পরিবারের জমি গুলো কেড়ে নিচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী। তারা অতিদ্রুত ভূমিহীনদের জায়গা বুঝিয়ে দিতে সংশ্লিষ্ট প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন এবং ভূয়া রেকর্ড বাতিল করে প্রকৃত ভূমিহীনদের মাঝে ভূমি বুঝিয়ে দেবার দাবী জানান।
(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)