বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর)মহান বিজয় দিবসের প্রাক্কালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। নয়টার জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে প্যারেড মঞ্চে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক ও থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী।শ্রদ্ধা নিবেদন শেষে মিনি স্টেডিয়াম সংলগ্ন উপজেলা প্রসাশন আয়োজিত বিজয় মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন কালে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি একেএম আহসান হাবীব রাজা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

এ মেলায় হস্ত শিল্পের চারু কারু ও স্থানীয় ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে চলে প্রদর্শনী। রাজনৈতিক নেতৃবৃন্দ ও থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবীকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক মেলায় প্রতিটি স্টল ঘুরে দেখেন।

এসময় বিজয় মেলায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন উপজেলা জাসাস এর শিল্পীরা। বেলা ১২টায় মিলিনিয়াম হল রুমে দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা,যোদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক। এতে বক্তব্য রাখেন ছিলেন থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী,বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা গন।

(বিএস/এএস/ডিসেম্বর ১৬, ২০২৪)