সালথায় রাস্তার খাদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় অজ্ঞাত এক নারীর (২৪) লাশ উদ্ধার করেছে সালথা থানা পুলিশ। (১৮ ডিসেম্বর) বুধবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলীকান্দা কেষ্টখালী ব্রিজ সংলগ্ন রাস্তার খাদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাউলীকান্দা গ্রামের স্থানীয় হাফেজ মোল্যার জমিতে অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় তার পেঁচানো অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোন একটি সময়ে তাকে দূরে কোথাও মেরে লাশটি ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে দূরে কোথাও থেকে মেরে ওই নারীর লাশ এখানে ফেলে রেখে চলে গেছে দুর্বৃত্তরা। আমরা লাশটি শনাক্ত করতে পারিনি। লাশ শনাক্তের সব ধরনের ব্যবস্থা চলছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
(এএনএইচ/এএস/ডিসেম্বর ১৮, ২০২৪)