বাংলাদেশি কিশোরের ভারতে প্রবেশ, ফেরত এনে থানায় দিলো বিজিবি
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশকালে রায়হান ইসলাম ওয়াসিম (১৫) নামের এক কিশোরকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)রা ধরে নিয়ে গিয়েছিল গত ১৮ ডিসেম্বর বুধবার।
ওয়াসিম বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশ করলে ভারতের ৪৬ বিএসএফ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বাংলাদেশের ৫৬ ব্যাটলিয়নের নীলফামারীর বিজিবি সদস্যরা তাকে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে এনে পুলিশের হাতে তুলে দিয়েছে।
এ বিষয়ে রায়হান হোসেন ওয়াসিম বলেন, 'আমি দিনাজপুর মাদ্রাসায় কিতাবখানায় পড়ালেখা করি।ছুটিতে বাড়িতে এসেছি, কয়েক বন্ধু মিলে সীমান্তে বেড়াতে গেলে বিএসএফ সদস্যরা আমাকে ধরে নিয়ে যায়, আমি ভারতে প্রবেশ করেন।
এ বিষয়ে বিজিবি সদস্যরা জানান, 'বুধবার বিকেলে সেনপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে রায়হান ইসলাম ওয়াসিম ও তার কয়েক বন্ধু নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় ভারতীয় গোড়ালবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। সবাই পালাতে পারলেও বিএসএফের হাতে ধরা পড়ে যায় ওয়াসিম। পরে তাকে গোড়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।'
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা জানান, বিএসএফের কাছে আটক হওয়া ওয়াসিমকে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে আজ বৃহস্পতিবার সকালে ফেরত আনা হয়েছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ বলেন, 'বিজিবি সদস্যরা ওয়াসিম নামের ১৫ বছরের এক কিশোরকে থানায় হস্তান্তর করেছে, বয়স কম হওয়াই তাকে প্রবেশন অফিসারের মাাধ্যমে তার বাবা মার কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
(আরএআর/এসপি/ডিসেম্বর ১৯, ২০২৪)