শফিকুল ইসলাম, ফুলপুর : গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলার প্রতিবাদে ময়মনসিংহের ফুলপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা।

আজ শুক্রবার জুমার নামাজের পর হাজারো মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ফুলপুর বাসস্ট্যান্ডে গিয়ে সবাবেশ করে। সমাবেশে বক্তারা নিহতদের হত্যার বিচার দাবী করেন। এসময় ইজতেমা মাঠে হামলার শিকার দুজন আহত তাবলীগ সদস্য নৃশংস হামলার বর্ণনা দেন। আলহাজ্ব আলমগীর হোসেনসহ তাবলীগ জামাতের মুরুব্বিরা মিছিলের নেতৃত্ব দেন।

(এসআই/এসপি/ডিসেম্বর ২০, ২০২৪)