ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি মোহাম্মদ সফর আলী

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হলেন আইজিপি ব্যাজ প্রাপ্ত পুলিশ অফিসার ও ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী।
নগরকান্দা উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, যথাসময়ে ওয়ারেন্ট নিষ্পত্তিসহ বিভিন্ন কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করে জেলা পুলিশ।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ওসি সফর আলী'র হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
এসময় আরোও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ভাঙ্গা জোনের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল, ফরিদপুরের পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সৈয়দ হাসানুল কবীর মিশুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ।
(ওএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)