সুবর্ণচরে মোটরসাইকেল চুরির অভিযোগ

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরের দলকে ভুক্তভোগী চিনতে পেরেছেন বলে চরজব্বর থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেন।
গতকাল সোমবার চর জুবিলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আলতাফ আলী ভূঁইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেল চুরি ঘটনার সাথে জড়িত অভিযুক্তরা হলেন, ৫ নং চর জুবিলী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চর জুবিলী গ্রামের বেলাল ওরপে নথি বেলাল (৪৫), আব্দুল গোফরানের পুত্র মোঃ আলমগীর (৪২), লেদু মিয়া ওরপে লেদু স্বর্ণকারের পুত্র মোঃ মানিক ওরপে মানিক স্বর্ণকার(৩৮)।
ভুক্তভোগী প্রবাসী মোঃ আব্দুল কাদের (৩৮) চর জুবিলী গ্রামের আবু্ল হোসেনের পুত্র।
ভুক্তভোগী মোঃ আব্দুল কাদের বলেন, ২২ ডিসেম্বর স্খানীয় হারিছ চৌধুরী বাজার থেকে তার ব্যবহারীত মোটরসাইকেল TVS Metro Plus ইঞ্জিন নং CF1HM1200087 সেসিস নং PS625CF13M6PS2212 গাড়ী নিয়ে বাড়ীতে চলে আসেন এবং বাড়ীটি থাকার ঘরের পাশে রান্না ঘরে গাড়িটি রেখে খাওয়া দাওয়া শেষ করে ঘুমি পড়েন। রাত ৩ টার সময় হঠাৎ গাড়ীর এ্যালার্ম বেজে উঠলে পরিবারের সকলের ঘুম ভেঙ্গে যায়। তখন দরজা খুলে বাহিরে আসতে চাইলে চোরেরদল বাহির থেকে দরজা লক করে দেয়। পরে ভুক্তভোগী জানালা দিয়ে দেখেন অভিযুক্তরা গাড়ীটি ঠেলে
বাড়ির বাহিরে নিয়ে যাচ্ছে। আব্দুল কাদের স্থানীয় মেম্বারসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের অবহিত করে অভিযুক্তদের নামে চরজব্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুবর্ণচরে চুরি ডাকাতি বেড়ে গেছে, প্রায় সময় গরু চুরি, ছাগল চুরি, মোটরসাইকেল চুরি, সাইকেল চুরি সহ চোরের উৎপাত বেড়ে গেছে এসব ঘটনায় আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে প্রতিনিয়ত। এলাকাবাসী এসকল চুরির সাথে জড়িতদের দৃষ্টান্ত শান্তি চান।
অভিযুক্ত প্রধান আসামি বেলালকে মুঠো ফোনে একাধিকার বার কল করে তার নাম্বারটি বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্বব হয়নি। অভিযুক্ত মোঃ মানিক এবং আলমগীর বলেন ঘটনার সাথে আমরা জড়িত নয়, তবে শুনেছি অনেকে আমাদের কথা বলতেছে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, লিখিত অভিযোগ পেয়ছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
(এস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২৪)