স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আজ বুধবার দিনব্যাপী ঐতিহ্যবাহী বিলুপ্ত প্রায় লোকজ ক্রীড়া পাকিখেলা, হাডুডু, বৌছি, ডাংগুলি, তৈলাক্ত বাঁশে উঠা, লাঠিখেলা ও রশি টানাটানি  অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন আয়োজিত, জেলা প্রশাসন এর সহযোগিতায় অনুষ্ঠিত ক্রীড়া অঙ্গনে হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর বয়োঃবৃদ্ধ মানুষের ঢল নামে। সানাইয়ের সুর, করতালি, উল্লাসে মুখরিত পরিবেশে অনুষ্ঠিত খেলাধুলায় অংশ গ্রহণ করে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত খেলোয়াড়েরা।

জনমানুষের মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিনোদনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মকছেদ আলী কর্নেল বাংলাদেশ সেনাবাহিনী। লেঃ কর্নেল ইউসুফ চৌধুরী পিএসসি সেনাবাহিনী ২৯ বীর।

পাকি খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদ দল। রানারআপ হয়েছে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ দল। হাডুডু খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চাকলাহাট ইউনিয়ন পরিষদ দল। রানারআপ হয়েছে হাড়িভাষা ইউনিয়ন পরিষদ দল। বৌছি খেলায় চ্যাম্পিয়ন দল শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের মেয়েরা। রানারআপ হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

তৈলাক্ত বাঁশে উঠার দক্ষতা দেখিয়েছেন সাতমেড়া ইউনিয়নের খেলোয়াড় ইউনুস, রানারআপ হয়েছে হাড়িভাসা ইউনিয়ন পরিষদ খেলোয়াড় রিপন। ডাঙ্গুলিতে প্রথম হয়েছেন জেলা প্রশাসন, দ্বিতীয় হয়েছেন উপজেলা প্রশাসন।

লাঠি খেলায় শারীরিক কসরত প্রদর্শন করে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ ও চাকলাহাট ইউনিয়ন পরিষদ দল। রশি টানাটানিতে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ক গ্রুপ। যেমন খুশি তেমন সাজে প্রথম হয়েছে সিমরান মুশফিক সেজেছিল 'সবজি বিক্রেতা' দ্বিতীয় হয়েছন কৃষক গৃহিনী 'মুসফিকা'তৃতীয় স্থান পেয়েছে 'কৃষক' মনিরুল।

(আরএআর/এসপি/ডিসেম্বর ২৫, ২০২৪)