জকিগঞ্জ প্রতিনিধি :গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকারের নেতৃত্বে রোববার রাতে জকিগঞ্জ থানা পুলিশ মানিকপুর ইউনিয়নের শাহজালালপুর গ্রামে অভিযান পরিচালনা করে ধান ক্ষেত থেকে ১৪৬ বোতল ভারতীয় অফিসার চয়েজ উদ্ধার করেছে।

এএসপি জ্যোতির্ময় সরকার জানান, পাটের বস্তায় কাটুনে মোড়ানো অফিসার চয়েজ সিলেটে পাচারের জন্য পাচারকারীরা ধান ক্ষেতে রেখে গাড়ীর অপেক্ষায় ছিল। এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল মাদক উদ্ধার করেছি।

পুলিশের উপস্থিতি টেরপেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেছে। মাদক ব্যবসায়ীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এসপি/এসসি/ডিসেম্বর ০২, ২০১৪)