সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ইয়াবা ট্যাবলেট সহ লিয়ন মাতুব্বর (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাওয়াল  ইউনিয়নের চরকামদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত লিয়ন মাতুব্বর উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজাদ মাতুব্বরের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চরকামদিয়া গ্রামের আজিজুল শেখের বাড়ির সামনে থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ লিয়নকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

(এএনএইচ/এএস/জানুয়ারি ০১, ২০২৫)