রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পৃথক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ও গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইল,কালিগঞ্জের বাগনলতা ও শ্যামনগরের হায়বাতপুর মোড়ে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শরিয়াতুল্লাহ এর ছেলে ভ্যানচালক আমানুল্লাহ (৬০), কালিগঞ্জ উপজেলার বাকনলতা গ্রামের মোহাম্মদ আলী কারিকরের স্ত্রী ফজিলা খাতুন (৭০) ও শ্যামনগর উপজেলার খাগড়াদানা গ্রামের সমসের সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৫৯)।

প্রত্যক্ষদর্শী বেসরকারি সংস্থা অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর জানান, ভ্যানচালক আমানুল্লাহ ভ্যানে ভূষি ভর্তি করে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটায় যাওয়ার পথে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ত্রিশ মাইল এলাকায় তার অফিসের সামনে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামি ইমাদ পরিবহন তার ভ্যানটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমানুল্লাহ মারা যান।

কালিগঞ্জ উপজেলার বাকনলতা গ্রামের লক্ষী খাতুন জানান, তারা সাত বোন। কোন ভাই না থাকায় তিনি জাফরপুরের তার স্বামীর বাড়ি থেকে চলে এসে মায়ের দেওয়া জমিতে বসবাস করছেন। একই ভাবে মাকে দেখাশুনা করেন তিনি। বুধবার সকাল ১০টার দিকে তার মা ছাদে উঠে কাপড় রৌদ্রে দিতে যেয়ে নীচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কারো কোন আপত্তি না থাকায় পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়।

ঈশারীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. শুকুর আলী জানান, খাগড়াদানা গ্রামের ফজিলা খাতুন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িতে ফেরার জন্য উপজেলা সদরের হায়বাতপুর মোড়ে দাঁড়িয়েছিলেন। এ সময় দ্রুতগামি একটি ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।

পাটকেলঘাটা, কালিগঞ্জ ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা দুর্ঘটনায় মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/জানুয়ারি ০১, ২০২৫)