স্টাফ রিপোর্টার : রাজধানীর সরকারি স্কুলগুলোতে এই প্রথমবারের মতো অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এতে অভিভাবকদের ভোগান্তি লাঘব হবে। তবে এ নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বিষয়টি সহজ হয়েছে বলে মত দিলেও কেউ আবার অনলাইনের পাশাপাশি আগের প্রচলিত পদ্ধতি চালু রাখার দাবি করেছেন।

নতুন বছরের জন্য সরকারি স্কুলগুলোর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু অন্যান্য বছরের মতো দেখা যায়নি ফর্ম সংগ্রহের জন্য অভিভাবকদের দীর্ঘ লাইন। এ বছর থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে। ওয়েবসাইটের মাধ্যমে রাজধানীর যেকোন সরকারি স্কুলে ভর্তির আবেদন করা যাবে।

তবে অনলাইনে ছাড়া আর কোন উপায় না থাকার কারণে ভোগান্তিতেও পড়তে হচ্ছে অনেককে। আর এই সুযোগে স্কুলগুলোতে দেখা যাচ্ছে অনলাইনে ভর্তি ফরম পূরণের বিজ্ঞাপন। বিজ্ঞাপনের সূত্র ধরে এগুতেই দেখা গেল এসব দোকানগুলোতে অভিভাবকদের অনেকেই ভিড় করছেন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে।

তারপরও শেষ হচ্ছে না ভোগান্তি। আর তাই অভিভাবকদের অনেকেরই দাবী অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়ার পাশাপাশি আগের প্রচলিত পদ্ধতিও চলমান রাখার। তবে এ ব্যাপারে দ্বিমত রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন বলেন, 'অনলাইন, অফলাইন একসাথে রাখা যায় না। আগে এই ধরণের সুযোগ রেখে দেখেছি যে এতে করে মানুষ নতুন কোন পদ্ধতি সহজে গ্রহণ করতে চায় না।'

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে রাজধানীর ৩২টি সরকারি স্কুলে ছুটির দিনসহ আগামী ১২ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে। আর প্রতিটি ফর্মের জন্য নির্ধারিত ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে বিকাশের মাধ্যমে।

ওয়েবসাইটে ঢুকতে এখানে ক্লিক করুন

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)