ফরিদপুরে ১৩ বছরের কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : মাত্র ৭ দিন আগে বাবা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে রাস্তায় বের হওয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম কিশোর হুসাইন (১৩)কে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদ্রাসার বাউন্ডারি দেয়ালের পাশ থেকে নিহত হুসাইনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে এসব খবর নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান। তিনি জানান, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হুসাইন (১৩) এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। কোতয়ালি থানা পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিম ঘটনার তদন্ত করছে'। দ্রুতই এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে'। ফরিদপুরের জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওসি আসাদ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত হুসাইন শহরের চর টেপাখোলা ব্যাপারী পাড়ার মৃত খোকা ব্যাপারী ও শেফালী বেগম (৪৮) এর একমাত্র ছেলে। মাত্র এক সপ্তাহ আগে বাবা খোকা বাাপারী মারা গেছেন।
হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান (৩৫) বলেন, 'তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বড় বোনদের বিয়ে হয়ে গিয়েছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর মা-ছেলের সংসারের হাল ধরতে কিশোর হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন তার আত্মীয়-স্বজনেরা। সেই রিকশাটি নিয়েই সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হুসাইন। রাতে বাড়িতে না ফেরায় শহর এলাকায় মাইকিং করে এলাকাবাসী। এরপর শুক্রবার সকালে লোক মারফত জানতে পারেন হুসাইনের লাশ পাওয়া গেছে'।
সরেজমিনে দেখা যায়, দড়ি দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে করে হত্যা করা হয়েছে হুসাইনকে। নাক দিয়ে ফেনিল জাতীয় কিছু এসে জমে রয়েছে। দুই হাত দুই পাশে মেলে রাখা। আশেপাশে জড়ো হয়েছেন উৎসুক জনতা। মাত্র একটি রিকশার জন্য এমন একটি কিশোরকে এভাবে হত্যার ঘটনায় তারা শোকাহত-নির্বাক। এদিকে, নিজের একমাত্র পুত্রকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন সপ্তাহ খানেক আগে স্বামী হারানো মা শেফালী বেগম।
(আরআর/এএস/জানুয়ারি ০৩, ২০২৫)