ময়মনসিংহে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতার ২ জনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল ও ভালুকা মডেল থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানাধীন স্বদেশী বাজারে অভিযান চালিয়ে ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিংকু প্রসাদ গুপ্ত (৩১) কে গ্রেফতাপর করা হয়। সে মুক্তাগাছা থানার ইশ্বরগ্রামের দিলীপ চান হালয়ের ছেলে।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে এসআই (নিঃ) সোহরাব আলীর নেতৃত্বে ভালুকা থানাধীন জামির দিয়া মাস্টার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ মিন্টু মিয়া (৩২) কে গ্রেফতার করা হয়। সে ত্রিশাল থানার আমিরাবাড়ী কাশিগঞ্জ বাজার এলাকার গোলাম মোস্তফার ছেলে।
গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
(এনআরকে/এসপি/জানুয়ারি ০৩, ২০২৫)