নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কচুবাড়ীয়া গ্রামের দুগ্ধ খামারি  মো: আনোয়ার হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ৪টি গরুর আনুমানিক মূল্য ৮ লক্ষ টাকা। এ ঘটনায় ওই খামারীর স্ত্রী তানিয়া বেগম বাদী হয়ে আজ রবিবার দুপুরে লোহাগড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

ক্ষতিগ্রস্ত ভ্যানচালক আনোয়ার হোসেন জানান, শনিবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল গোয়ালঘরের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ছোট-বড় ৪টি গরু চুরি করে নিয়ে গেছে। ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে গরুর খাবার দিতে গিয়ে গোয়ালঘরের তালা ভাঙ্গা দেখে ভেতরে প্রবেশ করে দেখি, আমার ৪টি গরু গোয়ালে নেই। এরপর আমিসহ আমার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে গরু না পেয়ে সংশ্লিষ্ট থানায় আমার স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত চোরদের আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরু চুরির ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)