রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি-আওয়ামী লীগ এই দুই দলকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় এসে ব্যাপক উন্নয়ন করবে। 

বুধবার দুপুরে রংপুরে ব্যক্তিগত সফরে এসে পল্লীনিবাসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মধ্যবর্তী নির্বাচন নিয়ে নিশা দেশাইয়ের বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে এরশাদ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। যারা তাকে প্রশ্ন করেছেন তারাই ভাল জানেন।

তিনি বলেন, দেশের মানুষ ভাল নেই, আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এসব থেকে উত্তরণে জাতীয় পার্টিকে ক্ষমতায় প্রয়োজন। আগামীতে দল গুছিয়ে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে। দেশের মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিন, জেলা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০১৪)