নাটোর প্রতিনিধি : বুধবার নাটোরে ভেজাল কয়লার কারখানা আবিস্কার করেছে ভ্রাম্যমান আদালত। পরে ভেজার কয়লা তৈরী ও বিক্রির দায়ে আমিরুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ সুত্রে জানাযায়, সদর উপজেলা নিবার্হী অফিসার নায়িরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত শহরতলির লেঙ্গুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ভেজাল কয়লা তৈরীর কারখানার সন্ধান পায়। ‘নাটোর এ্যাগ্রো এন্টারপ্রাইজ’ নামে একটি প্রতিষ্ঠানের গুদাম ঘরে তল্লাশীকালে পিট কয়লা, পাথর, ফার্নিস ওয়েল ও প্রাণ এ্যাগ্রো কারখানার জ্বালনীর বর্জ্য মিশিয়ে কয়লা তৈরীকালে আমিরুল ইসলামকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার নায়িরুজ্জামান ওই ব্যবসায়ীকে সতর্ক করে ২০ হাজার টাকা জরিমানা করেন।

নাটোর থানার ওসি ফরিদুল ইসলাম খান জানান, আমিরুল ইসলাম নাম সর্বস্ব প্রতিষ্ঠানের আড়ালে এই ভেজাল কয়লা তৈরী করে স্থানীয় ইটভাটায় সরবরাহ করে আসছিল।

(এমআর/অ/ডিসেম্বর ০৩, ২০১৪)