একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালী‌তে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক গাড়ীর চালক নিহত এবং ১৫ জন যাত্রী আহত নিহত গোল্ডেন লাইন পরিবহনের চালকের নাম বাচ্চু শেখ তিনি ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।

শ‌নিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত সা‌ড়ে ১১টার দি‌কে কালুখালী উপ‌জেলার কা‌লিবা‌ড়ি গা‌ড়িয়ানা এলাকায় ঢাকা কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গোল্ডেন লাইন ও হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। আর হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল।

দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন এবং নিজেদের সিটে আটকে যান। এ ছাড়া আহত হন দুই বাসের অন্তত ১০/১৫ জন যাত্রী।

স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে সেখান থেকে তাদের রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাসের দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ কেটে সিটে আটকে থাকা দুই বাসের চালকদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক গোল্ডেন লাইনের চালককে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শাওন। তিনি জানান, গোল্ডেন লাইন পরিবহনের চালককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হানিফ পরিবহনের চালক সদর হাসপাতালে ভর্তি আছেন। গুরুতর অবস্থায় আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত বাকি ৯ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ জানান , গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে রংপুর যাচ্ছিল। আর হানিফ পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে ঢাকা যাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে গড়িয়ানা এলাকায় এলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে দুই চালক গুরুতর আহত হন এবং নিজেদের সিটে আটকে যান। এ ছাড়া আহত হন দুই বাসের অন্তত ১৫ জন যাত্রী।

(একে/এএস/জানুয়ারি ১২, ২০২৫)