নিউজ ডেস্ক : বন্ধ হয়ে যাওয়া দৈনিক বর্তমানের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট করেছেন পত্রিকাটির সাংবাদিকরা। অবিলম্বে পত্রিকাটি খুলে দেওয়ার দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা। সাংবাদিকরা ঘোষণা করেছেন, অচলাবস্থার নিরসন না হওয়া পর্যন্ত তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। দফায়-দফায় এই ধর্মঘট চালিয়ে যাবেন তারা। দৈনিক বর্তমানের সাংবাদিক স্বপন দাশগুপ্তের নেতৃত্বে পত্রিকাটির সব সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারি এই ধর্মঘটে অংশগ্রহণ করেছেন।

দৈনিক বর্তমানের সাংবাদিকদের এই ধর্মঘটের সাথে সংহতি জানিয়েছেন ঢাকা রিপোটার্স ইউনিটি, ডিআরইউ’র নব নির্বাচিত সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরিসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সভাপতি আলতাফ মাহমুদও এতে সংহতি প্রকাশ করেন। উল্লিখিত নেতৃবৃন্দ ধর্মঘট স্থলে গিয়ে দৈনিক বর্তমানের সাংবাদিকদের সঙ্গে তাদের সংহতি প্রকাশ করেন।

(ওএস/অ/ডিসেম্বর ১২, ২০১৪)