বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ন্যাশনাল এগ্রি-কেয়ার পুলিশ সুপার কাপ আন্তঃউপজেলা ভলিবল টুর্ণামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সোনাতলা উপজেলা দল। বুধবার ফাইনালে তারা শাজাহানপুর উপজেলাকে ৩-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ন ফাইনালে প্রথম দুই সেটে ১-১ এ সমতা থাকলেও পরের ২টি সেটে দাপুটে জয় পেয়ে শিরোপা ছিনিয়ে নেয় সোনাতলা উপজেলা দল। বিজয়ী দলের হরষিত ম্যান অব দ্য ফাইনাল এবং একই দলের রিংকু ম্যান অব দ্য টুর্ণামেন্টের পুরস্কার জিতে নেন।

পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার পিপিএম প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস, জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, এগ্রি-কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাছুদুর রহমান মিলন। এসময় উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা চেয়ারম্যান আহসানুল তৈয়ব জাকির, শাহজাহানপুর উপজেলা চেয়ারম্যান বাদল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, আব্দুল ওয়ারিশ, ফারুক হোসেন, মুনিরা সুলতানা, এএসপি নাজির আহমেদ খান, উজ্জল কুমার রায়সহ বিভিন্ন থানার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শহিদুল ইসলাম, ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, আসাদুর রহমান দুলু, চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ বিপুল দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন।

(এএসবি/পি/ডিসেম্বর ০৩, ২০১৪)