শীতার্তদের উষ্ণতা দিল ইউএনওর কম্বল

একে আজাদ, রাজবাড়ী : শীতে জুবুথুবু মানুষ। ঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। তাই শীত নিবারণের জন্য রাজবাড়ীর পাংশায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত নিবারণের জন্য কম্বল নিয়ে দুস্থদের দুয়ারে হাজির হয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। বিভিন্ন এলাকা ঘুরে শত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। তাতে আবেগ আপ্লূত হন অনেকেই।
ইউএনও জানায়, পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মাদ্রাসা, এতিমখান সহ নানা স্থানে পর্যায়ক্রমে দুস্থ্য ও শীতার্তদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দপ্রাপ্ত এসব কম্বল বিতরণ করা হচ্ছে।
প্রচণ্ড শীতে শীতবস্ত্র পেয়ে এক বাসিন্দা বলেন, যা শীত পড়েছে,তাতে বেঁচে থাকাই দায়। শীতের রাতে হঠাৎ ইউএনও এসে কম্বল দিয়েছেন। এখন রাতে একটু শান্তিতে ঘুমাতে পারব।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, প্রচন্ড শীতে অসহায়রা অনেক কষ্টে থাকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নে পর্যায়ক্রমে অসহায় দুস্থ্দের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। সুবিধাভোগী সকলেই এ কম্বল পাবে।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন সহ অন্যান্যরা।
(একে/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)