যুক্তরাজ্য বিএনপির বলিষ্ঠ কন্ঠস্বর সাবেক ছাত্রনেতা রুহুল আমিন

বিপুল কুমার দাস, রাজৈর : বাংলাদেশের নিজ মাতৃভূমি ছেরে প্রবাসে রেমিট্যান্স পাঠিয়ে যেমন দেশমাতৃকার অকুতোভয় সংগ্রাম চালিয়ে যাচ্ছে, পাশাপাশি যুক্তরাজ্যে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দলকে সাংগঠনিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম রাজৈরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা প্রবাসী মো রুহুল আমিন হাওলাদার।
সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রকাশিত ও সম্প্রচারিত সারাবিশ্বের তৃতীয় বাংলার প্রথম সারির অনলাইন টিভি চ্যালেন এলবি-২৪ ও কিউ নিউজ টিভিতে বেশ কিছু ইন্টারভিউ ও টক শো করে দেশে বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছেন সাবেক ছাত্রনেতা মো রুহুল আমিন হাওলাদার।
মো রুহুল আমিন হাওলাদারের এই ইন্টারভিউ ও টক শো প্রচার হওয়ার পরে তার নিজ মাতৃভূমি মাদারীপুরের রাজৈরের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা হচ্ছে।
মো রুহুল আমিন হাওলাদার ছাত্র জীবনে রাজৈর উপজেলার ছাত্রদলের অকুতোভয় জিয়ার সৈনিক হিসেবেও ব্যাপক অবদান রেখেছেন তখনকার রাজনৈতিক পরিমন্ডলে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে থেকে যেভাবে দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন তেমনি রাজনৈতিকভাবেও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও কাজ করে যাচ্ছেন।
যুক্তরাজ্য বিএনপির এ নেতা মো রুহুল আমিন হাওলাদার বলেন, যখন দেশে ছিলাম দেশের মানুষের জন্য রাজনৈতিকভাবে কাজ করেছি, এখন প্রবাসে থেকেও রেমিট্যান্স পাঠিয়ে দেশ ও জাতির জন্য কাজ করছি।
তিনি আরোও বলেন, ভবিষ্যতে যদি সুযোগ পাই নিজ মাতৃভূমি রাজৈর উপজেলার জন্য কাজ করবো, শহীদ জিয়ার সৈনিক হিসেবে ও তারেক রহমানের হাত শক্তিশালি করতে দেশ জাতী ও বাংলাদেশের জন্য কাজ করবো ইনশাআল্লাহ।
(বিডি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)