আগৈলঝাড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
.jpg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। শেষে মেলা চলে রাত পর্যন্ত।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে বিজ্ঞান মেলা ও নবম বিজ্ঞান বিষয় কুইজ প্রতিযোগীতা ও প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে।
ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে ভেগাই হালদার পাবলিক একাডেমীর দশম শ্রেণির বিজ্ঞার বিভাগের শিক্ষার্থী ঋচিক মিত্র রং, পার্থ মজুমদার হৃদয় ও দ্বীপায়ন রায় মিলে আবিস্কার করেছে মেঘলেভ ল্যাভিটেশন ট্রেন, রোবটিং হ্যান্ড ও লাইন ফ্লোরিং কার। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ডেভিড বাড়ৈ, শুভ ঘড়ামী, প্রনব দাস, ঈশিতা হালদার ও শ্রাবনী চক্রবর্তী মিলে আবিস্কার করেছে লেজার নিরাপত্তা, আলু থেকে বিদ্যুত উৎপাদন। এছাড়াও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় ও আস্কর স্কুল এন্ড কলেজসহ আরো ক্ষুদে বিজ্ঞানীদের অসংখ্য আবিস্কার অতিথী ও বিজ্ঞান মেলায় আগত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
উদ্বোধন শেষে মেলা চত্তর ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায়, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মাহাবুবুর রহমান, উপজেলা একাডেমীক সুপারভাইজার প্রান কুমার ঘটক, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ।
মেলায় অংশ গ্রহনকারীদের মধ্যে ভেগাই হালদার পাবলিক একাডেমী প্রথম, দ্বিতীয় হয়েছেন বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় হয়েছে আস্কর স্কুল এন্ড কলেজ।
(টিবি/এসপি/জানুয়ারি ১৭, ২০২৫)