পঞ্চগড়ে তারুণ্যের উৎসব, গণমাধ্যম কর্মী পরিবারের ক্রীড়া বিনোদন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : "এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই" শিরোনামে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসবে ২৪ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে 'গণমাধ্যম কর্মী পরিবারের ক্রীড়া বিনোদন'। এই বিনোদন পর্বে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১০০ সংবাদ কর্মী পরিবারের সাড়ে ৩'শ সদস্য অংশ গ্রহণ করেন। সকাল ১১টায় শুরু হওয়ার ক্রীড়া বিনোদনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি,পঞ্চগড় জেলা প্রশাসক মো.সাবেত আলীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানটি, প্রবীণ নবীণ সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।
বিনোদন শেষে বিজয়ী ও অংশ গ্রহণকারী সবার মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ইমাম রাজী টুলু। ক্রীড়া বিনোদনে সাংবাদিক পরিবারের ছেলে সন্তানদের জন্য আর্কষণীয় ইভেন্ট 'এটেনশন'মেয়ে শিশুদের জন্য 'পারে পুকুরে, 'উভয় শিশুদের জন্য 'সাংবাদিক বলেছেন', মিসেস সাংবাদিকদের জন্য 'দুর্ভাগ্য বালিশ'ও সাংবাদিকদের জন্য 'হাড়িভাঙ্গা 'খেলা পরিচালিত হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সাংবাদিকরা একে অপরের সাথে গল্পগুজব করে সময পার করেন।খেলা চলাকালে অনুষ্ঠান স্থলে উপস্থিত হোন জেলা বিএনপির সদস্যসচিব ওবিএনপি'র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড় জেলা সমন্বয়ক ফজলে রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে তারা সাংবাদিক সন্তানদের সাথে ফোটসেশনে যোগ দেন।
(এআর/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)