বিপুল কুমার দাস, রাজৈর : আল- হেরা যুব কল্যাণ ফাউন্ডেশনের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন ও সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার হরিদাসদী দক্ষিণ পাড়ায় আল-হেরা যুব ফাউন্ডেশনের কার্যলায়ের প্রাঙ্গণে।

(২৪ জানুয়ারি) শুক্রবার সন্ধ্যায় রাজৈর উপজেলার হরিদাসদী দক্ষিণ পাড়ায় প্রবাসী ও স্থানীয়দের সমন্বিত সেচ্ছাসেবী সামাজিক সংগঠন " আল- হেরা যুব কল্যাণ ফাউন্ডেশন" এর নবনির্মিত অফিস ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে প্রবাসী সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ, সদস্যদের সংর্বধনায় সম্মাননা স্বারক প্রদান, দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আল- হেরা যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইতালি প্রবাসী আবুল খায়ের মাতুব্বরের সভাপতিত্বে ও আল-হেরা যুব কল্যাণ ফাউন্ডেশন কতৃক হরিদাসদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত এর উদ্যোগক্তা ও প্রধান শিক্ষক মো শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক নজরুল ইসলাম, স্থানীয় সমাজসেবক শাহাবুদ্দিন মাতুব্বর, সাংবাদিক সুজন হোসেন রিফাত, সাংবাদিক বিপুল কুমার দাস, আবুল মাতুব্বর, লতিফ মুন্সি, মো বেলায়েত হোসেন, মাহফুজ খান, এমদাদুল মুন্সি, নুর আলম মাতুব্বর, প্রবাসী রেজাউল করিম মুন্সি, প্রবাসী জহুরুল মুন্সি সহ প্রমুখ।

এসময় আলোচকরা জানান, আল-হেরা যুব কল্যাণ ফাউন্ডেশন কতৃক ইতিমধ্যে হরিদাসদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, স্থানীয়দের অর্থনৈতিক সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা বিস্তার ও জনসচেতনতার অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে আল- হেরা যুব কল্যান ফাউন্ডেশন।

বক্তারা আরও বলেন, অদুর ভবিষৎতে আল-হেরা যুব কল্যাণ ফাউন্ডেশন হরিদাসদী- মহেন্দ্রদী ইউনিয়ননের বাহিরেও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করবে। এছারাও সকল প্রবাসীদের সহযোগিতার জন্য সকল কার্যক্রম চলমান থাকবে।

(বিকেডি/এএস/জানুয়ারি ২৫, ২০২৫)