স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানে পঞ্চগড় জেলা প্রশাসন আয়োজিত তারণ্যের উৎসবে গত ২৩ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। 

জেলা স্টেডিয়াম ভলিবল গ্রাউন্ডে 'তারুণ্যের উৎসব ভলিবল টুর্নামেন্ট ২০২৫ শিরোনামে পরিচালিত টুর্নামেন্টের ব্যবস্থাপনায় ছিল পঞ্চগড় জেলা ভলিবল একাডেমি। অনুষ্ঠিত টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে।ফাইনালে পর্বে ৩-১সেটে ব্যারিস্টার বাজার মুয়াজ ভলিবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কায়েতপারা যুব সংঘ।

ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।

জেলা প্রশাসক মোঃ সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। জেলা ভলিবল একাডেমির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দিপু ও সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান।

(এআর/এএস/জানুয়ারি ২৬, ২০২৫)