স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং ফ্যাসিস্ট আওয়ামীলীগ প্রীতি মনোভাবের অভিযোগ তুলে পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর অপসারণের দাবীতে পঞ্চগড় জজ কোর্ট ঘেরাও এবং রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে পঞ্চগড়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

২৬ জানুয়ারি রবিবার বেলা ১টার দিকে এই আন্দোলন শুরু করে আন্দোলনকারীরা। এসময় জজ কোর্ট ও চীফ কোর্টের সকল ফটকে তালা দিয়ে আন্দোলনকারীরা পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক অবরোধ করে রাখে।ফলে আদালতে প্রাঙ্গণে বিচারপ্রার্থী,আইনজীবীসহ ভেতরে আটকা পড়ে যায় সাধারণ জনগণ। এদিকে রাস্তা অবরোধকারী পিকেটাররা অ্যাম্বুলেন্স ছাড়া কোন প্রকার যানবাহন চলতে দেয়নি।সাংবাদিকদের বাইক নিয়ে প্রবেশ করতে পারিনি ওই এলাকায়, প্রায় ৪ঘন্টা অবরোধ, ঘেরাও এবং বিক্ষোভে জামায়াতে ইসলামের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরের নেতা-কর্মী কঠোরভাবে প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলে। এতে করে বাসযাত্রী, অটোরিকশা আরোহীসহ শতশত মানুষ জনকে নিদারুণ কষ্টে পড়তে হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি বলেন, যতক্ষণ পর্যন্ত জেলা জজসহ ওই চার বিচারকের অপসারণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।

সাড়ে ৪টার দিকে ১৫ মিনিটের আলটিমেটাম দিয়ে রাস্তার বসে থাকে আন্দোলনকারী ১৫ মিনিট পার হবার পর তারা আদালত প্রাঙ্গনে ঢুকে পড়ে, এই রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা ওখানেই অবস্থান করছে। নিরাপত্তা নিশ্চিত করণে আর্মি, পুলিশ বিজিবির সদস্যা ঘটনাস্থলে রয়েছেন।

(এআর/এএস/জানুয়ারি ২৬, ২০২৫)