কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার, ১০নং কান্দিউড়ার ইউনিয়নের তারাকান্দিয়া বাজুপাড়া হিন্দু সম্প্রদায়ের লোকদের আয়োজনে ২৪ প্রহরব্যাপী হরিনামযজ্ঞ শেষ হয়েছে।

মঙ্গলবার সকালে মোহন্ত বিদায়ের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উৎসব উদযাপন কমিটির সভাপতি হরিপদ রায় জানান ৩১ জানুয়ারি শুভ অধিবাস কীর্ত্তনের মধ্য দিয়ে উৎসবের সুচনা হয়। উৎসব উপলক্ষে এলাকার সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা ঘটে। সাধারণ সম্পাদক ক্ষীতেন্দ্র বর্মণ জানান ধর্ম বর্ণ ও দলমত নির্বিশেষে সকল মানুষ সকল মানুষের আন্তরিক সহযোগিতায় আমরা সুষ্টু ভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। উৎসবের কোষাধ্যক্ষ বিজয় রায় জানান বিশ্ব শান্তি কল্পে ও দেশ মাতৃকার শুভ কামনায় আমরা এ নামযজ্ঞ অনুষ্টান করে থাকি। এটি আমাদের ২০তম উৎসব।

কেন্দুয়া উপজেলা সহ আশে পাশের বিভিন্ন উপজেলা থেকে শত শত নরনারী ভক্তবৃন্দের আগমন ঘটে। ভক্তদের মাঝে প্রতি দিনই নিরামিষ খাবার (প্রসাদ) বিতরণ করা হয়েছে। এ উৎসবে নাম সুধা পরিবেশন করেন মোহনগঞ্জের কুলেশ^রী সম্প্রদায়, বরিশালের চৈতন্য মহাপ্রভু সম্প্রদায় গোপালগঞ্জের মা সারদা সম্প্রদায়, রাজবাড়ীর শিব মন্দির সম্প্রদায় নেত্রকোণার অমৃত বাণী সমপ্রদায় ও কুমিল্লার বিজয় লক্ষী সম্প্রদায়। স্বর্গীয় নরেন্দ্র বর্মনের বাড়ির গৌরমন্দির প্রাঙ্গনে এ উৎসব ছিল সকল মানুষের এক মিলন মেলা।

মঙ্গল বার রাতে উৎসবে আগত রাজিবপুর গ্রামের বিএনপি নেতা কাঞ্চন মিয়া (সাবেক মেম্বার) জানান এই উৎসব সুষ্ঠু উদযাপন করতে হিন্দু সম্প্রদায়ের লোাকদের কে আমরা দলমত নির্বিশেষে সকলেই আন্তরিক সহযোগিতা করেছি। আমরা মনে করি এই দেশ মুসলমান হিন্দু, বৌদ্ব, খ্রিষ্টান সহ সকল সম্প্রদায়ের মানুষের এই বাংলাদেশ। এখানে প্রত্যেকেই স্বাধীন ভাবে যার যার ধর্ম কর্ম উদযাপন করার স্বাধীনতা রাখেন।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০২৫)