কেন্দুয়া (নেত্রকাণা) প্রতিনিধি : বোন বিচার প্রার্থী হওয়ায় ভাগ্নেকে শাসন করার অপরাধে ভাগ্নের প্রহারে মামা খুন হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পুড়াবাড়ী গ্রামে।

জানাজায় পুড়াবাড়ী গ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে রিক্সা শ্রমিক মাজহারুল ইসলাম (২৫) পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রীকে নিয়ে মা মাজেদা বেগমকে মারপিট করত। এতে অতিষ্ট হয়ে মাজেদা বেগম মঙ্গলবার সকালে তার ভাই একই গ্রামের কাঞ্চন মিয়ার নিকট ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে বিচার প্রার্থী হয়।

পরে কাঞ্চন মিয়া ৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে মাজহারুলের বাড়ীতে গিয়ে ভাগ্নেকে শাসন করে চলে আসার পথে ভাগ্নে মাজহারুল পেছন থেকে মামা কাঞ্চন মিয়াকে লাঠি দিয়ে মাথায় কয়েকটি প্রহার করলে কাঞ্চন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন কাঞ্চন মিয়াকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎস কাঞ্চন মিয়ার অবস্থা আশংকাজনক দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো পরামর্শ দেন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার রাতে কাঞ্চন মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।

কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শন (এস.আই) মোশারফ হোসেন বুধবার জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে কাঞ্চন মিয়ার লাশের ময়না তদন্ত হয়েছে। লাশ বাড়িতে নিয়ে আসার পর দাফন কাফন হবে। এখন ও মামলা হয়নি। তবে ভাগ্নে মাজহারুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার বলেন, শুনেছি পারিবারিক কলহের জের ধরে ছেলের হাতে মাকে মারপিটের পর মামা ভাগ্নেকে শাসন করে, এরপর ভাগ্নের প্রহারে মামা খুন হয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান বলেন প্রাথমিক তদন্তে জানা গেছে ভাগ্নের হাতে মামা খুন হয়েছে। তবে এখনোও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই মামলা করা হবে।

(এসএস/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০২৫)