মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় বিনা-১২ সরিষার মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার মাগুরা সদর উপজেলার ছনপুর গ্রামে বিনা মাগুরা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে। বিনা মাগুরা উপকেন্দ্র ভারপ্রাপ্ত পরিচালক ডক্টর সুশান চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন মহাপরিচালক ডক্টর মোঃ আবুল কালাম আজাদ। 

মাঠ দিবসে বক্তারা বলেন বিনা ১২ সরিষা উচ্চ ফলনশীল। এ জাতের সরিষার ফলন বিঘা প্রতি ৭ মণ, যেখানে প্রচলিত জাতের ফলন ২.৫ থেকে ৩ মণ। এছাড়া বিনা ১২ জাতের সরিষার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। পাতা ঝলসানো রোগ সরিষার ক্ষেত্রে একটি বড় বিড়ম্বনা। কিন্তু বিনা ১২ জাতটি এ রোগে আক্রান্ত হওয়ার আশংকা বেশ কম।

(এমএল/এসপি/ফেব্রুয়ারি ০৬, ২০২৫)