শেরপুর প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় দু:স্থ মহিলাদের ভিজিডির তালিকা তৈরীতে ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০১৫-১৬ চক্রের জন্য শেরপুর উপজেলা দু:স্থ মহিলাদের জন্য মাসে ৩০ কেজি খাদ্যশস্যের (ভিজিডি) তালিকা তৈরীর কাজ চলছে। উপজেলার ১০টি ইউনিয়নে ভিজিডি কার্ডের এই তালিকা তৈরীতে কার্ড প্রতি ৩ থেকে ৬ হাজার টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে।

কারও নিকট থেকে এই টাকা নিয়ে তালিকায় নাম দেয়া হলেও কারও কারও নিকট থেকে টাকা নিয়েও তালিকায় নাম অর্ন্তভুক্ত না করার অভিযোগ উঠেছে। উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঘোড়দৌড় গ্রামের সেজাব উদ্দিনের ছেলে বাদশাহ মিয়া অভিযোগ করে বলেন, আমার স্ত্রী মর্জিনার নামে ভিজিডির কার্ড করে দেবার কথা বলে আ:লীগ নেতা আকতার হোসেন আমার নিকট থেকে ৪ হাজার টাকা গ্রহন করে। কিন্তু পরবর্তীতে ওই টাকা আত্মসাত করে আর তালিকায় নাম দিবে না বলে জানিয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্যদের বিরুদ্ধে ভিজিডির তালিকায় নাম অর্ন্তভুক্ত করে দেবার কথা বলে কার্ড প্রতি অগ্রিম ঘুষ নেবার অভিযোগ উঠেছে।

(এনএএম/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)