সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক ও আইনজীবী অ্যাডভোকেট মো: আল-আমিন ভূইয়া গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ১ এর পরিচালক বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর প্রধান কার্য্যালয়ে বিশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

সভায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে ব্যালটের মাধ্যমে বোর্ড সভাপতি নির্বাচন সহ ৪ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপ-পরিচালক মো: শাহ আলম। ’

এ নির্বাচনে আঞ্চলিক পরিচালকদের ভোটে অ্যাডভোকেট আল-আমিন ভূইয়া আবারো পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বোর্ডের সভাপতি নির্বাচিত হন। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ১৩ জন এলাকা (আঞ্চলিক) পরিচালক ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন।

৪ সদস্যের নির্বাহী কমিটির অপর ৩ জন হলেন, সহসভাপতি মোহাম্মদ হুমায়ুন, সাধারণ সম্পাদক নাসিমা রহমান এবং কোষাধ্যক্ষ আবদুল মান্নান।

বিশেষ বোর্ড সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক কাকলি আক্তার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর সিনিয়র জিএম আবুল বাশার আজাদ, ডিজিএম আহমেদ শাহ আল জাবের, এজিএম (সেবা) শাহরিয়ার শাহেদ, সাবেক পরিচালক আব্বাস আলী প্রমূখ।

গ্রাহক প্রতিনিধি হিসাবে তিনি প্রথম ধাপে এলাকা পরিচালক নির্বাচিত হন। পরবর্তীতে তিনি গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ এর এলাকা পরিচালকদের ভোটের মাধ্যমে সমিতির বোর্ড সভাপতি নির্বাচিত হন। এ সমিতির অধীনে প্রায় ৬ লক্ষ ৪০ হাজার গ্রাহক রয়েছে। এর আগেও তিনি বেশ কয়েকবার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এলাকা পরিচালক ও বোর্ড সভার সভাপতি ছিলেন।

প্রতি তিন বছর পর পর সমিতির এলাকা পরিচালক এবং এক বছর পর পর ভোর্ড সভার সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানা যায়।

পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক বোর্ডের সভাপতি নির্বািচত করায় তিনি সমিতিভুক্ত সকল গ্রাহক ও আঞ্চলিক পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল দোয়া ও সহযোগিতা কামনা করেন।

(এসকেডি/এসপি/ফেব্রুয়ারি ০৭, ২০২৫)