সিংড়া প্রতিনিধি : নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে বাসের সুপার ভাইজার হারু (৫০) নামে একজন নিহত ও অন্তত ২৫জন আহত হয়েছে।  বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, নাটোর থেকে বগুড়াগামী আগমন পরিবহনের (রনি) ঢাকা মেট্টো চ-৬২১৫ যাত্রীবাহী বাস নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজার এলাকায় বিআরটিসি একটি বাস কে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের সুপার ভাইজার হারু (৫০) নামে একজন বাস চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সিংড়া থানা পুলিশ , নাটোর ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী উদ্ধার কাজ চলে। হারু বগুড়ার শিববাটি গ্রামের বাসিন্দা বলে জানা যায়। এঘটনায় অন্তত ২৫জন যাত্রী আহত হয়েছে। আহতরা সিংড়া উপজেলা কমপ্লেক্স, বগুড়া, নাটোর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।

(এমএমএএআর/পি/ডিসেম্বর ০৪, ২০১৪)