রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় দিনব্যাপী ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকালে পঙ্গু হাসপাতাল, যশোরের সৌজন্যে এবং হেলথ্ কেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সহযোগিতায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী ফ্রি অর্থপেডিক মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানসহ স্হানীয় সূধীজন উপস্থিত ছিলেন।

সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ফ্রি অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে লোহাগড়া অঞ্চলের তিন শতাধিক অসুস্থ হতদরিদ্র নারী-পুরুষ এবং শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।

যশোর মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত অর্থোপ্যাডিক সার্জন ও পঙ্গু হাসপাতাল যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: এ এইচ এম আব্দুর রউফের পরিচালনায় ঢাকা পঙ্গু হাসপাতালের আবাসিক সার্জন ডা: পার্থ প্রতিম চক্রবর্তী, যশোর পঙ্গু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মোস্তফা মুনতাসির মামুন, ডা: প্রদীপ চন্দ্র সূত্রধর, ডা: শান্তনু চক্রবর্তী, ডা: মো: মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগী দেখেন এবং চিকিৎসাপত্রসহ ঔষুধ প্রদান করেন।

এ বিষয়ে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, 'শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অত্র অঞ্চলের অসহায় ও দুঃস্থ মানুষের সেবায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যহত থাকবে।’

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক অবসরপ্রাপ্ত অর্থোপ্যাডিক সার্জন ও পঙ্গু হাসপাতাল যশোরের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: এ এইচ এম আব্দুর রউফ বলেন, 'রোগীরা যেমন আমার কাছে আসেন, আমারও তেমনি রোগীদের কাছে যাওয়া উচিত। সেই চিন্তা থেকেই লোহাগড়ায় এই আয়োজন। তাছাড়া লোহাগড়ার মানুষকে আমি আমার নিজের পরিবারের লোক বলে মনে করি। আগামীতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

দিনব্যাপী আয়োজিত অর্থোপেডিক মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আগত মল্লিকপুর গ্রামের অশীতিপর বৃদ্ধা নূরজাহান বেগম (৭১), লোহাগড়ার নাসরিন আক্তার (৩৬), অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো: মুরাদ হাসান (৪৭) বলেন, 'এ ধরনের আয়োজনে এলাকাবাসী উপকৃত হয়েছেন এবং আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২৫)