সোনাতলায় এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপককে বরণ

বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় পৌর শহরের এক্সিম ব্যাংক পিএলসি তে সদ্য যোগদান কৃত শাখা ব্যবস্থাপক নিজামুদ্দীন এসএভিপিকে বরণ করে নেয়া হয়েছে।
আজ রবিবার সকালে ওই কর্মকর্তা অফিসে এলে তাকে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা বরন করে নেয়।
জানা যায়, এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুর রব বদলী জনিত কারণে কুমিল্লা জেলার রাজাপুর শাখায় যোগদান করেন। বদলী জনিত কারণে তার স্থলাভিষিক্ত হলেন নয়া শাখা ব্যবস্থাপক নিজামুদ্দীন এসএভিপি।
বরণকালে উপস্থিত ছিলেন, শাখার সেকেন্ড অফিসার সাজেদুর রহমান, জিবি ইনচার্জ গোলাম রব্বানী, ইনভেস্টমেন্ট ইনচার্জ আনন্দ কুমার চন্দ, সিনিয়ার অফিসার আহসান হাবীব, ক্যাশ অফিসার মোঃ জামিল উদ্দিন, জাওহার দুদাব তুষার সহ ওই শাখার কর্মরত সকল স্টাফগণ।
এদিকে সদ্য যোগদান কৃত নয়া শাখা ব্যবস্থাপক নাজিমুদ্দিন এসএভিপি সোনাতলা এক্সিম ব্যাংক শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত কালীন সময়ে সকলের সহযোগিতা সেই সাথে দোয়া চেয়েছেন।
(বিএস/এসপি/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)