মহম্মদপুরে বালিদিয়া ইউনিয়ন কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাসব্যাপী ইউনিয়ন কৃষক সমাবেশের অংশ হিসেবে মাগুরার মহম্মদপুর উপজেলার ৫-নং বালিদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গোপীনাথপুর এম, এ খালেক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কৃষকদলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এ্যাডঃ নেওয়াজ হালিমা (আরলি), সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কমিটি সদস্য, ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের প্রশিক্ষক। বালিদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লার সভাপতিত্বে অত্র ইউনিয়ন কৃষকদলের কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ইঞ্জিনিয়ার টি এস আইয়ূব বিএনপি'র নির্বাহী কমিটি সদস্য ও যুগ্ম-সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল, কেন্দ্রীয় কমিটি।
কৃষকদলের সমাবেশের শুভ উদ্বোধন করেন কাজী মোঃ খায়রুল্লাহ শিপন, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোঃ রুবাইয়াত হোসেন খাঁন, কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ), এবং কেন্দ্রীয় সংসদ ও আহবায়ক মাগুরা জেলা কৃষক দলসহ অন্যরা বক্তব্য রাখেন।
সমাবেশ সঞ্চালনা করেন, জেলা কৃষক দলের সদস্য সচিব,জাহাঙ্গীর আলম হীরা। এ সময় জেলা ও উপজেলা কৃষকদল ও বিএনপির অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০২৫)