অপারেশন ডেভিল হান্ট
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় যুবক গ্রেপ্তার
.jpg)
বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা মামলায় নাজমুল শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় শহরের বড়পুল এলাকা থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স সহ শহরের বড়পুল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নাজমুল শেখকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সময় সকাল সাড়ে ১১টার সময় রাজবাড়ী সরকারী কলেজ ও ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শান্তিপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য রাজবাড়ী টি.এন.টি এলাকায় জমায়েত হয়। সেখানে মিছিল করতে থাকলে দেড় শতাধিক আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মারাত্মক আগ্নেয় অস্ত্র ও দেশীয় পিস্তল, রিভলবার, বন্দুক, রামদা, হকস্টিক, লোহার পাইপ, এস.এস পাইপ, রড নিয়ে পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের উপর আক্রমন করে। তাদেরকে এলোপাথারিভাবে লাঠিপেটা ও ককটেল নিক্ষেপ ও গুলি বর্ষণ শুরু করে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সাধারণ জখম সহ গুরুত্বর জখম করে। প্রাথমিক তদন্তকালে আসামীর বিরুদ্ধে মামলার ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
(একে/এএস/ফেব্রুয়ারি ১১, ২০২৫)